বান্দরবানের রোয়াংছড়িতে এক বিধবা মহিলার ঘরে রাতের আঁধারে প্রবেশ করে শ্লীলতাহানি করার অভিযোগে পুলিশ একজন যুবককে গ্রেপ্তার করেছে। আটক যুবকের নাম রুপম কান্তি তঞ্চঙ্গ্যা (৩৫)। তিনি ওয়ারগয় পাড়া এলাকার কালা পেদা তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাতিং ঝিরি পূর্ণবাসন পাড়ার ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
তদন্তে পুলিশ জানায়, ভিকটিমের স্বামী তিন মাস আগে অস্বাভাবিকভাবে মারা যাওয়ার পর তিনি শ্বাশুড়ি ও দুই সন্তানের সঙ্গে ওই এলাকায় বসবাস শুরু করেন। সেই সুযোগে রুপম কান্তি তঞ্চঙ্গ্যা রাতের আঁধারে ওই মহিলার শ্লীলতাহানি করতে চেষ্টা করেন। ভিকটিম চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরেন এবং রোয়াংছড়ি থানায় হস্তান্তর করেন।
রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুভ্র মুকুল বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
আমারবাঙলা/এনইউআ