সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পশ্চিম সমুদ্রসীমায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে ‘সৈয়দ নজরুল’ জাহাজটি সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম সমুদ্রের সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
তিনি জানান, অভিযানে একটি সন্দেহভাজন ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত মালামের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোট ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, “আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। আমরা পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখব।”
আমারবাঙলা/এনইউআ