রামদা হাতে, মাথায় লাল কাপড় বেঁধে মিছিল করে বাজার থেকে চাঁদা ওঠানোর ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম। গাজীপুরের শ্রীপুরে তার দলবল নিয়ে এই সশস্ত্র মিছিলের ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু। পরে শনিবারই তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।
অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; বিসমিল্লাহির রহমানির রাহিম, প্রিয় দোকানদার ভাইয়েরা আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে, এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালনা করবো। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে। আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিনে পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদেরকে দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কি না সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।’
বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিল। হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে আসেন। সবার মাথায় লাল কাপড় বাঁধা। মুখে গামছা পরে এসে হোটেলের সামনে দলবলসহ বাজার থেকে প্রকাশ্যে চাঁদা নেওয়ার বক্তব্য দেন। এর কিছুক্ষণ পর লম্বা রামদা’র ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেন।
দোকানী সুরুজ আলী বলেন, ভয় দেখিয়ে বেশ কিছু লোক সবকিছু লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকা পয়সা দিয়ে জীবন রক্ষা করে।
ব্যসায়ীরা বলেন, এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম। ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দিলো, পুলিশ কই? আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বল লুটপাট করে নিলো।
শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি আমার জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করবো না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, এই ধরনের কোনো বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। এই ধরনের বক্তব্য দলের জন্য খুবই সাংঘর্ষিক। এরইমধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো দুর্বৃত্ত ও চাঁদাবাজের ঠাঁই যুবদলের নেই।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            