চলতি বছরের এইচএসসি ও সমমান ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পাশের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। তবে এবার গত বছরের তুলনায় এগিয়ে আছে কলেজটির ফলাফল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এইচএসসি ২০২৫-এর প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
ফলাফলের তথ্য দেখে জানা যায়, এবার মোট ১৩ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জনের মধ্যে ৩ জনই উত্তীর্ণ হয়েছে এবং মানবিক বিভাগ থেকে ১০ জনের মধ্যে ১ জন উত্তীর্ণ হয়েছে। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
ফলাফল এবং কলেজের সার্বিক বিষয়ে জানতে চাইলে কলেজটির সিনিয়র শিক্ষক মো. গোলাম মামুন বলেন, ‘আমাদের এখানে স্কুল এবং কলেজ একসাথে রয়েছেন। এদিকে কলেজ সেকশনের শুধু অনুমোদনই হয়েছে। কিন্তু কলেজে কোনো শিক্ষক নেই। আমাদের যথেষ্ট শিক্ষক প্রয়োজন। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা সম্পূর্ণ নিজে থেকে পড়াশোনা করে এ ফলাফল পেয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা বিদ্যালয়ের ঘাটতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আইআইইআর বরাবর জানিয়েছি। তারা জানিয়েছে যে, আমরা স্কুল সেকশনের শিক্ষকদেরই ঠিকভাবে বেতন দিতে পারিনা। কলেজ সেকশনে কিভাবে শিক্ষক নিয়োগ দিতে পারি? তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনজর দিলে অগ্রগতি হবে।’
কলেজটির অধ্যক্ষ মুজাম্মিল হক মোল্লাহকে কয়েকবার কল দিয়েও মুঠোফোনে পাওয়া যায়নি।
আমারবাঙলা/এফএইচ