ছবি: সংগৃহীত
সারাদেশ

হাটহাজারীতে ১৪৪ ধারা, স্বাভাবিক জনজীবন

চট্টগ্রাম প্রতিনিধি

হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পর স্বাভাবিক রয়েছে জনজীবন। রবিবার (৭ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন দৃশ্য।

শনিবার যে স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এর আশেপাশের এলাকা ছিল অন্যান্য দিনের মত স্বাভাবিক। যথারীতি খুলেছে দোকানপাট।

হাটহাজারীর সঙ্গে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়ক যুক্ত থাকায় প্রায়ই যানজট লেগে থাকে বাস স্ট্যান্ড মোড়ে। এদিনও ব্যতিক্রম ছিল না। বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে ছেড়ে গেছে বিভিন্ন বাস। জনজীবন স্বাভাবিক থাকলেও শনিবার রাতের ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাইছেন না স্থানীয়রা।

এদিকে, ঘটনা মীমাংসায় রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুই পক্ষকে নিয়ে মিটিংয়ে বসবেন বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

তিনি সাংবাদিকদের বলেন, প্রতিবছরের মত আমরা এবারও সতর্ক অবস্থানে ছিলাম। সারাদিন সবকিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যায় যখন পরিস্থিতি উত্তপ্ত হয় তখন আমরা মাঠেই ছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীসহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ১৪৪ ধারা জারি করি। ভোর ৫টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম মাঠে ছিল। আমরা সবাইকে বুঝিয়েছি। এরপর সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকেল ৪টায় দুই পক্ষের সঙ্গে আলোচনা করবো। বিষয়টির যেন শান্তিপূর্ণ সমাধান হয়, তা নিয়ে আলোচনা করবো।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ সাংবাদিকদের জানান, শনিবার রাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সব পক্ষকে নিয়ে বসবো। তারা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমরা। কেউ অভিযোগ দিলে অবশ্যই খতিয়ে দেখা হবে।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে একটি অবমাননাকর পোস্ট ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে জড়ায় উভয় পক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অভিযান চালিয়ে আরিয়ান ইব্রাহিম নামের একজনকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আইসিসি থেকে বড় সুখবর পেলেন রিশাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই ম...

সুন্দরবন উপকূলে পলিথিন, হুমকিতে পরিবেশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষা জনপদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। কিন্তু এ এ...

১৫ সেনা কর্মকর্তা কারাগারে

গুমের ঘটনায় দু’টি ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্ত...

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, দলটি...

দেড় টন ইলিশসহ ৪৬ জেলে আটক

নোয়াখালীর হাতিয়ায় মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় অভিযান...

শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা হবে ১৩ নভেম্বর

গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষম...

নির্বাচন নিরপেক্ষ করতে ৩৬ প্রস্তাব বিএনপির

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে...

একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দল...

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রীর ছেলে

কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন বিএনপি সরকারের স্বাস্থ্যপ্রতিম...

বাংলাদেশে সাইবার হামলার বড় অংশ আসে চীন থেকে

দেশের ব্যাংক খাতে প্রতিদিনই চার শতাধিক সাইবার হামলার শিকার হতে হচ্ছে। বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা