জামালপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রেনচালকসহ আহত হয়েছেন তিনজন। এই ঘটনায় এক ঘণ্টার বেশি বন্ধ থাকে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদরের কানিল ঘুন্টি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতেরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন কানিল ঘুন্টি এলাকায় পৌঁছালে জামালপুরগামী তরমুজবাহী একটি ট্রাক গেট ভেঙে লাইনের ওপর উঠে যায়। এসময় সংঘর্ষে ট্রাকটি একটি দোকানের ওপর গিয়ে আছড়ে পড়ে। এতে ট্রেনচালক, গেটকিপার ও দোকানদার আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে এক ঘণ্টা পর ইঞ্জিন মেরামত করে ট্রেনটি নান্দিনা স্টেশনে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            