চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মো. আবদুর রাজ্জাক (৬৩) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট দরগাহ রাস্তা সংলগ্ন চট্টগ্রাম–নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রাজ্জাক ফটিকছড়ি উপজেলার সাদেকনগর এলাকার মৃত শাহ সুফিয়ান-এর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে পরিবারের জন্য বাজার সেরে বাড়ি ফিরছিলেন আবদুর রাজ্জাক। পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নাজিরহাটগামী একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং গাড়িটি জব্দ করি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”