সংগৃহিত
খেলা

সাকিব-তামিমের ‘পরামর্শ’ চেয়েছে বিসিবি

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত শেষ পর্যায়ে এসে আটকে ছিল অধিনায়ক সাকিব আল হাসানের কারণে। বিশ্বকাপ দলে না থাকলেও সাবেক অধিনায়ক তামিম ইকবালও ছিলেন এই তালিকায়। দুজনের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে আলাদা বৈঠক করে পরামর্শ চেয়েছে তদন্ত কমিটি। তবে দুজনের মধ্যে চলা দূরত্বের বিষয়টি তারা আমলে নেননি।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাকিব-তামিমের সঙ্গে আলাদা বৈঠকে বসেন এনায়েত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিসিবির এই কমিটি। কমিটির অপর দুই সদস্য বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।

বৈঠক শেষে কমিটির প্রধান সিরাজ গণমাধ্যমে বৈঠকের বিষয়টি জনান, ‘আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দু’জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব।’

‘শুধু সাকিব-তামিম না বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি’ -আরও যোগ করেন তদন্ত কমিটির প্রধান।

গত ২৯ নভেম্বর ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়নে এই কমিটি গঠনের কথা বিসিবি জানায়। কমিটিকে যদিও কাজ শেষ করার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, তবু সব গুছিয়ে আনার পরও সাকিব-তামিমের জন্য ১ মাস পেরিয়ে যায়।

বিশ্বকাপে বড় আশা নিয়ে বাংলাদেশ গেলেও মাত্র ২ জয় নিয়ে ফিরতে হয়। আগামী ফেব্রুয়ারিতে বোর্ড সভায় রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বোর্ড।

সিলেটে বিপিএলে সাকিব-তামিমের খেলা না থাকায় এই দিনটিকে বেছে নেন সিরাজরা। বৈঠক শেষে কমিটির সদস্যরা আবার ঢাকায় ফেরত যাচ্ছেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু ওদের দুজনকে এখানে (সিলেটে) পেয়েছি। সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।’

দুজনের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে গণমাধ্যমে মুখ খুলতে চান না তারা, ‘এটা মিডিয়াতে বলার মতো না। কারণ, এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে যখন সময় আসবে আপনারা একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি’ -বলছিলেন সিরাজ।

সাকিব-তামিমের মধ্যে দুরত্বের বিষয়টি সবারই জানা। তবে এই বিষয়টাকে গুরুত্ব দেননি তদন্ত কমিটির সদস্যরা, ‘আপনি যেটা দ্বন্দ বলছেন, আমরা আমলে আনছি না। স্থায়ী কিছু না এটা। সব কিছু সমাধান যোগ্য যদি সমাধান করতে চান।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

চট্টগ্রামে পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন

পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের জন্য ব্যাল...

টানা ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্ব...

ফাগুন উৎসব: বসন্তের রঙে বাঙালির প্রাণের জাগরণ

আসছে বাংলা বর্ষপঞ্জির এক অনন্য মাস ফাল্গুন। শীতের স্থবিরতা কাটিয়ে প্রকৃতিতে য...

চট্টগ্রাম কারাগারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক হাজতির...

রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে একটি দল নারীদের ঘরবন্দি করবে: ইশরাক

একটি দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে নারীদের স্বাধীনতা হরণ করবে বলে অভিযোগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা