নারায়ণগঞ্জে শীত প্রবল আকার ধারণ করেছে। গত পাঁচ দিনের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে জেলার প্রায় সব এলাকায় জনজীবন প্রভাবিত হয়েছে। রেলস্টেশন ও বাজারপথে মানুষজন ঠাণ্ডা থেকে রক্ষা পেতে উন্মুক্ত স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষের জন্য শীত এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বস্তিবাসী এবং রেলস্টেশনে থাকা ভাসমান মানুষের জন্য রাতের সময় অবস্থার তীব্রতা বেড়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকির মধ্যেও দুর্ঘটনা এড়াতে পুলিশ সিগন্যাল হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল নিশ্চিত করছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন শহরের বিপণিবিতানগুলো ফাঁকা হয়ে যাচ্ছে।
জেলা প্রশাসন দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ করছে, তবে এটি প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। স্থানীয়রা দাবি করছেন, “অতি শীতে বাচ্চা-বয়স্ক সবাই খুব কষ্টে আছে, প্রশাসনের আরও সহায়তা জরুরি।
আমারবাঙলা/এসএবি