ছবি: তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

মৌলভীবাজারে ধানের শীষের কান্ডারি হলেন যারা 

মৌলভীবাজার প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি'র চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ২৩৭টি আসনে বিএনপি'র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় মৌলভীবাজার জেলার চারটি আসনের প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি।

মৌলভীবাজার-১ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। মৌলভীবাজার-২ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন শওকত হোসেন সকু।

মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন এম নাসের রহমান।

মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মজিবুর রহমান।

মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী এম নাসের রহমান এক প্রতিক্রিয়ায় জানান, ফ্যাসিস্ট আমলে দলের নেতাকর্মী নিয়ে মাঠের আন্দোলনে সক্রিয় ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। সে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাই কমান্ডের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে অতীতের মতো দলীয় নেতাকর্মীসহ সকলের সর্মথন, সহযোগিতা, দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনে অংশ নিবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদ, জি কে গউছসহ অন্যান্য নেতৃস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যে সিদ্ধান্ত হলো

আজ সোমবার জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্র...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয়...

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর সিদ্ধান্ত চায় সরকার

গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানা...

গণভোট কবে, জানা যাবে আজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তরবর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডা...

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মা...

নিবন্ধন পেলো এনসিপি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয়...

মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মেহেরপুর-২ আসনের মনোনয়ন দ্বন্দ্বের জেরে বিএনপির দু’পক্ষের...

এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি

বাংলাদেশে গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই)...

জলবায়ুর ৮৯১ প্রকল্পে ২ হাজার ১০০ কোটি টাকার দুর্নীতি

বাংলাদেশে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের অর্ধেকেরও বেশি অংশ দুর্নীতিতে নষ্ট হয়...

ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচের সীমা নির্ধারণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে রাখতে নতুন স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা