মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা-মহম্মদপুর সড়কের চাকুলিয়া গ্রামে আজ সকালে সড়ক দুর্ঘটনায় মিরাজ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ রোরহান উল ইসলাম জানান নিহত মিরাজ হোসেন মহম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামের মোকলেছ হোসেনের ছেলে।
নিহত মিরাজ হোসেন মোটরসাইকেল যোগে চাকুলিয়া থেকে মাগুরা যাওয়ার সময় দ্রুতগতির মোটসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের সাথে আঘাত লেগে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
তাকে মহম্মদপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে আনলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            