খেলা

বিসিবি’র ‘দায়িত্ব নিতে প্রস্তুত’ আমিনুল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত আমিনুল ইসলাম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বৃহস্পতিবার (২৯ মে) সকালে এই প্রতিবেদককে বলেছেন, নির্দিষ্টভাবে বোর্ড সভাপতির দায়িত্ব নিতে এখনো তাঁকে কোনো অনুরোধ করা হয়নি। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাঁকে বলেছেন, সরকার বাংলাদেশের ক্রিকেটে তাঁকে কাজে লাগাতে চায়।


গত বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছেন বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সাক্ষাতে ফারুককে বার্তা দেওয়া হয়, সরকার বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চায়। পদত্যাগের সিদ্ধান্ত নিতে ফারুক দুই-এক দিন সময় নিয়েছেন বলে জানা গেছে। ফারুক স্বেচ্ছায় পদত্যাগ না করলে অবশ্য সরকারের জন্য বিসিবি সভাপতি পদে পরিবর্তন আনাটা সহজ হবে না। কারণ ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের ব্যাপারে আইসিসির কঠোর বিধিনিষেধ আছে।


বিসিবি সভাপতির ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার দেওয়া আমিনুলের বক্তব্যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎটা মোটামুটি স্পষ্ট। যেকোনো প্রক্রিয়ায় অন্তর্বর্তী সময়ের জন্য আমিনুলই হতে যাচ্ছেন বিসিবির সভাপতি।


আমিনুল বলেন, ‘আমাকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে এখনো বলা হয়নি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বোর্ড সভাপতির সঙ্গে গতকালের সভায়ও আমি ছিলাম না। তবে ১০-১৫ দিন আগে আমার সঙ্গে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তারা আমাকে কোনো একটা ভূমিকায় কিছু সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে চাচ্ছেন। আমিও তাতে রাজি হয়েছি।’


মাঝে একটা গুঞ্জন শোনা গিয়েছিল, আমিনুলকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। প্রধান নির্বাহী হওয়ার ব্যাপারে কোনো রকম আলোচনাই হয়নি, টাকা পয়সা নিয়ে আলোচনা তো দূরের কথা।’

সেটি না হলে আমিনুলের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি ক্রিকেট ব্যক্তিত্বের জন্য বোর্ড সভাপতির পদটাই খোলা থাকে। জানা গেছে, সরকারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, এনএসসির প্রতিনিধি হিসেবে প্রথমে তাঁকে বোর্ড পরিচালক করা হবে। এরপর নিয়ম অনুযায়ী পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হবেন। তবে সেটা আগামী অক্টোবরের বিসিবি নির্বাচন পর্যন্ত। নির্বাচন শেষ হওয়ার পর আমিনুলেরও দায়িত্ব শেষ হবে। তিনি নির্বাচনে অংশ নেবেন না।

আমিনুলও বলেছেন, বিসিবির যে দায়িত্বই নেন না কেন, সেটা হয়তো খুব বেশি দিনের জন্য তিনি নিতে পারবেন না। আমিনুল বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আগামী মাসে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও আমিনুল জানিয়েছেন, আইসিসির সঙ্গে তাঁর এক বছরের জন্য চুক্তি বাড়ানোর আলোচনা চূড়ান্ত হয়ে গেছে।

কিন্তু আইসিসিতে থেকে কীভাবে বিসিবিতে দায়িত্ব নেবেন তিনি? এ ব্যাপারে আমিনুল বলেছেন, ‘আইসিসিকে আমি জানিয়েছি বিসিবি আমাকে একটা সময়ের জন্য চাচ্ছে। তারা খুশি মনে তাতে রাজি হয়েছে এবং বলেছে, আমার জন্য আইসিসির দরজা খোলা থাকবে। বিসিবিতে দায়িত্ব পালন শেষ করে আমি আবার চাইলে আইসিসিতে যোগ দিতে পারব। সে জন্য হয়তো একটা পদও তারা খালি রাখবে।’

আমিনুল বলেন, ‘আমার বিসিবিতে লম্বা সময় ধরে থাকার ইচ্ছা নেই। আমাকে হয়তো আবেগ প্রবণ ভাবতে পারেন, তবে একটা দেশের যখন সৈনিক দরকার হয়, ওই সৈনিক কিন্তু তার পারিশ্রমিক বা নিজের স্বার্থ দেখে না। কাজটাই তার কাছে আগে। আমার চিন্তাও সেরকম। বিসিবির যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত। দেখা যাক কি হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীর মনোহরদীতে অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে...

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গ...

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা

চট্টগ্রামের আনোয়ারায় স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্...

বিজয় দিবসেই বধ্যভূমির কদর; বেশিরভাগ বধ্যভূমি অরক্ষিত

বছরের পর বছর অযত্ন–অবহেলায় পড়ে আছে মৌলভীবাজার জেলার বধ্যভূমিগুলো। স্বাধ...

বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল;আপিল বিভাগের রায়

বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে ৩টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ...

রহস্যঘেরা বাংলো বাড়ি পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাহাড়ি জনপদ কাশেমনগরের...

হাটহাজারীতে দুই স’মিলে জরিমানা

বনজ কাঠ রক্ষা করা এবং কাঠের অবৈধ পাচার রোধে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উ...

২১ জানুয়ারি নির্বাচনের প্রতীক বরাদ্দ

জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ...

কাফনের কাপড় পরে চট্টগ্রাম ওয়াসায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভে নেমেছেন চট্টগ্রাম ওয়াসার দৈনিকভিত্তিক কর্মচার...

কক্সবাজারে যুবদলের দুই নেতা গুলিবিদ্ধ

কক্সবাজার শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে লক্ষ্য করে গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা