খেলা

বিএনপি ক্ষমতায় গেলে সাকিব কি দলে ফিরবেন, উত্তর দিলেন মির্জা ফখরুল

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান কি আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে প্রশ্নগুলো বেশি শোনা গেছে, এটি তার অন্যতম। একই প্রশ্ন গতকাল শুনতে হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। গণ–অভ্যুত্থানের পরপর পাকিস্তান এবং ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে খেললেও দেশে ফিরতে না পারায় সাকিব এখন জাতীয় দলের বাইরে।

অক্টোবরে দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চাইলে এ নিয়ে ঘটে যায় তুলকালাম কাণ্ড। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুবাই হয়ে দেশের পথে থাকা সাকিব ঢাকায় তাঁর বিরোধিতায় আন্দোলনের মুখে মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।

এরপর সাকিবের নামের পাশে যোগ হওয়া একাধিক মামলাও তাঁর দেশে ফেরা এবং দলে ফেরাকে অনিশ্চিত করে তুলেছে। সাকিব বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি না, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে সাকিবের দলের ফেরার সম্ভাবনা আছে কি না, টি স্পোর্টসের এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সদস্য বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’

সাকিবের ফেরার প্রসঙ্গ সাম্প্রতিক সময়েও সামনে এসেছে। কদিন আগেই শোনা গিয়েছিল, সাকিবকে আবার জাতীয় দলে খেলানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। স্বয়ং বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, তিনি সাকিবের সঙ্গে কথা বলবেন।

যদিও খুব শিগগির যে সাকিব দলে বা দেশে ফিরবেন এমন আভাস নেই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছেলেকে আনতে গিয়ে বাবা আহত, বিধ্বস্ত বিমানের একটি অংশ লাগে বুকে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে সূর্য সময়। শিশুটি স্কুলের...

পদত্যাগ করলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট

ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সোমবার শ...

‘আম্মু, পানি দাও জ্বালা করে’

রাত ৯টা।‌ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ম...

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে...

উৎকণ্ঠায় মা-বাবা ও স্বজন, চারদিকে কান্নার রোল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আরিয়ানে...

‘কঠিন উইকেটে পাকিস্তানকে ব্যাটিং–বোলিং শিখিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। গ...

শাকিব–মিমির ‘দুষ্টু কোকিল’ রেকর্ড গড়ল, ৫০ কোটি পার

ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। মাত্র এক বছরে দুই চ্যানেল মিলি...

সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

সুনামগঞ্জের জামালগঞ্জ সুদের মহাজনের চাপ সইতে না পেরে কানু সরকার নামে এক থাই ব...

মৃত্যুর আগে স্বামীকে কী বলেছিলেন ২০ শিশুকে বাঁচানো মাহেরীন

উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রেশিক্ষণ বিমান বিধ্বস্...

ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ নারীসহ ৬ জনের

নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা