খেলা

বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েই দুঃসংবাদ পেলেন পাকিস্তানের হাসান

ক্রীড়া ডেস্ক

ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গতকালের ম্যাচ দিয়েই পাকিস্তানের জাতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন হাসান আলি। সেই ফেরাকে স্মরণীয় করেও রেখেছেন। বাংলাদেশের বিপক্ষে বুধবার (২৮ মে) সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের এই পেসার। যেটা নিশ্চিত করেছে তার দলের ৩৭ রানের দারুণ এক জয়।

তবে এই জয়ের পরেই পারিবারিক দুঃসংবাদ হজম করতে হয়েছে হাসানকে। পাকিস্তান জাতীয় দলের এই পেসারের মা রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। গুজরানওয়ালা শহরের একটি রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতকারী তার কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার রুপি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে হাসান আলির ভাই খুররম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মা বাজারে যাওয়ার পথে দুইজন মোটরসাইকেল আরোহী তাঁর পার্স ছিনিয়ে নেয়। পার্সে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী ছিল বলে জানা গেছে। ছিনতাইয়ের পরপরই গুজরানওয়ালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।

চলতি মাসের শুরুতে গুজরানওয়ালা পুলিশ জানিয়েছিল, শহরটিতে সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ফলে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

পাঞ্জাব সেফ সিটিজ অথরিটির তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দোকান ডাকাতির ঘটনা ৪৭ শতাংশ কমেছে। সেইসঙ্গে দোকানে সশস্ত্র হামলা, বাড়িতে চুরি, দোকান চুরি এবং গাড়ি চুরির মতো অপরাধও অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু হাসান আলির মায়ের এই ঘটনা প্রমাণ করে এমন অপরাধের বিপরীতে পাকিস্তানের অভিযান আরো জোরালো করা প্রয়োজন।

এদিকে নিজের ফিরে আসার ম্যাচে হাসান ছিলেন পাকিস্তানের তুরুপের তাস। দুই ওপেনারের পাশাপাশি পেয়েছেন জাকের আলীর গুরুত্বপূর্ণ উইকেট। শেষদিকে শিকার করেছেন শরিফুল ইসলাম এবং তানজিম সাকিবের উইকেট।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীর মনোহরদীতে অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে...

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গ...

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা

চট্টগ্রামের আনোয়ারায় স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্...

বিজয় দিবসেই বধ্যভূমির কদর; বেশিরভাগ বধ্যভূমি অরক্ষিত

বছরের পর বছর অযত্ন–অবহেলায় পড়ে আছে মৌলভীবাজার জেলার বধ্যভূমিগুলো। স্বাধ...

বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল;আপিল বিভাগের রায়

বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে ৩টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ...

চট্টগ্রামে সওজকে কোটি টাকা জরিমানা

চট্টগ্রামে আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি...

বাঁশখালীতে টপসয়েল রক্ষায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়

কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে বাঁশখালীতে মোবাইল...

রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণের দুল ছিনতাই, কান ছিঁড়ে শিশু আহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণের দুল ছিনতাই কর...

লাল চা এর উপকারিতা

লাল চা স্বাস্থ্য সচেতন মানুষের মাঝেই রয়েছে। তবে লাল চা ক্যামেলিয়া সিনেনসিস গা...

রহস্যঘেরা বাংলো বাড়ি পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাহাড়ি জনপদ কাশেমনগরের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা