কক্সবাজার পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার মাধ্যমে ময়লার স্তূপ পরিষ্কারে উদ্যোগ নিল টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
রোববার (২১ ডিসেম্বর) কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পৌরসভার সহায়তায় ময়লার স্তূপ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
ময়লা আবর্জনা পরিষ্কার করা টুরিস্ট পুলিশের কাজ না হলেও জনগণের স্বার্থে কক্সবাজার শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারের এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় টুরিস্ট পুলিশের সদস্যরা সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণে অংশ নেন।
টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ জানান, পর্যটন নির্ভর এই শহরে ময়লার দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ পর্যটকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খোলা স্থানে ময়লা জমে থাকলে তা রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ায়। বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভার সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। স্থায়ীভাবে ডাস্টবিন স্থাপন না করলে, এ সমস্যা সমাধান হবে না। পরবর্তীতে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা দেখলে তৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পর্যটকদের সতর্ক হওয়া দরকার, যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে।
স্থানীয়রা টুরিস্ট পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কার্যক্রম পরিচালিত হলে শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা আরও বাড়বে এবং পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
টুরিস্ট পুলিশ জানায়, ভবিষ্যতেও কক্সবাজারের পর্যটন এলাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালু থাকবে।
আমারবাঙলা/এনইউআ