সংগৃহিত
রাজনীতি

নির্বাচনী সভায় হুমকি, রেলমন্ত্রীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক:‘ভোট দিতে না গেলে তালিকা করার’ হুমকির ঘটনায় পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রেলমন্ত্রীকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।

শনিবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় নির্বাচনী সভায় তার বক্তব্যে ভোট দিতে না গেলে তাদের (ভোটার) তালিকা করে রাখার হুমকি দেন। তিনি বলেন, ‘একটি দল বের হয়েছে। তারা বলছে, ভোট দেবেন না। তাদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুইটি লিস্ট করছি। আপনি সরকারি সুযোগ-সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না, তা হবে না। যারা ভোট দেবেন না তারা চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।’

সোমবার বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় আরেক সভায় একই বক্তব্য দেন রেলমন্ত্রী। তার এমন বক্তব্য আমলে নিয়ে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তাকে শোকজ করেন। চিঠিতে তাকে বুধবার দুপুর ১২টায় সশরীরে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।

রেলমন্ত্রীকে শোকজের বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এসব বিষয় নিয়ম অনুযায়ী নির্বাচন অনুসন্ধান কমিটি দেখছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন যে কমিটি করে দিয়েছে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা