নাটোরে একটি অবৈধ কারখানা থেকে প্রায় ২ কোটি টাকার মাছের ওষুধ জব্দ করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বলারিপাড়া এলাকায় অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশ।
আলফা বায়োটেকনোলজি নামের একটি কারখানায় তল্লাশি চালায়। কারখানা থেকে আমদানি করা ১৭ ধরনের ওষুধ জব্দ করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, আমদানিকৃত এসব মাছের ওষুধের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাছের ওষুধগুলো ওই কারখানার নামে প্যাকেট করে বাজারজাত করা হতো।
মৎস্য বিভাগ জানায়, আমদানি করা এই ওষুধগুলো মানসম্মত কিনা- তা নিশ্চিত ১৭টি নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা করবে মৎস্য বিভাগ।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            