আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিসাকে সংযুক্তকারী একটি সড়কে ধূলিঝড়ে ১৩ গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
সৌদির সড়ক নিরাপত্তা বাহিনী জানায়, ধূলিঝড়ের কারণে আল রায়ান সড়কে ১৩টি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছিল। এই দুর্ঘটনায় ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে। বাকিরা অল্প আঘাত পেয়েছেন।
ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে সাতজনকে এই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭টি গাড়ি। মূলত ধূলিঝড়ের কারণে রাস্তা দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটেছে। গাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে এবং রাস্তার পাশে পড়ে ছিল।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            