থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে ভয়াবহ একটি দুর্ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। নির্মাণাধীন ক্রেন একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে যায়।
এ দুর্ঘটনা ঘটে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলিশের বক্তব্যে অন্তত ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাতচাসিমা রাজ্য রেলওয়ের বরাতে ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। তবে প্রকৃত সংখ্যা ভিন্ন হতে পারে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সকালে ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। পথে শিখিও এলাকায় একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়ে। এই ধাক্কায় ট্রেন লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য বগিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আমারবাঙলা/এসএবি