রাজধানীর তুরাগের রাজাবাড়ি এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আরিফুর রহমান অভির বিরুদ্ধে। তবে এ ঘটনায় থানায় মামলা করতে গেলে উল্টো তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
তরুণীর পরিবারের অভিযোগ, মৃত আলম মিয়ার মেয়ে আনিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার শারীরিক সম্পর্ক করেন অভি। সম্প্রতি বাসায় একা পেয়ে আবারও ধর্ষণের চেষ্টা করলে আনিকার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
ঘটনার পর তরুণীর মা ও এলাকাবাসী তুরাগ থানায় অভিযোগ জানাতে গেলে থানার কর্মকর্তারা মামলা না নিয়ে সমঝোতায় যেতে চাপ দেন বলেও দাবি তাদের।
পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাদের প্রভাবে পুলিশ ধর্ষণ মামলা না নিয়ে বরং তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। এ ঘটনায় তরুণীর এক চাচাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তারা জানান।
তবে অভিযোগ সম্পর্কে তুরাগ থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমারবাঙলা/এফএইচ