নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তদন্তের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ কারিগরি সহযোগি দল। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে।
বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধি দলটি আগামীকাল ঢাকায় আসবেন। তাদের ২৮ আগস্ট পর্যন্ত থাকার কথা। তারা ঢাকায় অবস্থানকালে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।
গত ১৫ আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
সেদিন জাতিসংঘের সমন্বয়ক জানান, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে এখনো কাজ চলছে।
অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            