নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএফপিএর মাধ্যমে চলতি বছর এই মানবিক সহায়তা দেওয়া হবে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। সে অনুযায়ী বছরে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান অব্যাহত রেখেছে। এই বছরের তহবিল আগের বছরের তহবিলের তুলনায় তিনগুণ বেশি। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে এটিই সবচেয়ে বড়।
কোরিয়া প্রজাতন্ত্র আশা করে, কোরিয়া প্রজাতন্ত্রের অর্থায়ন যৌথ সাড়াদান পরিকল্পনা-জেআরপি, ২০২৪ বাস্তবায়ন এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তায় অবদান রাখবে।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            