ছবি: টুরিস্ট পুলিশের সৌজন্যে
সারাদেশ
স্থায়ী জায়গা হস্তান্তর নিয়ে আলোচনা

ট্যুরিস্ট পুলিশ ও সিডিএ'র দ্বিপাক্ষিক সভা

চট্টগ্রাম ব্যুরো:

ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য স্থায়ী জায়গা হস্তান্তরের বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে এক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে)।

সভায় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের স্থায়ী অবকাঠামো স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। সভার শুরুতে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম (সেবা) জানান, এর আগে ট্যুরিস্ট পুলিশের জন্য ক্রয়কৃত এক একর জমি কালুরঘাট–পতেঙ্গা মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পের জন্য সিডিএ অধিগ্রহণ করে নেয়। পরবর্তীতে চর রাঙ্গামাটিয়া মৌজায় সিডিএ কর্তৃক ট্যুরিস্ট পুলিশের জন্য ক্রয়কৃত জমিটি এখনও হস্তান্তর না হওয়ায় দ্রুত সিডিএর নিজস্ব জমি অথবা সুবিধাজনক অন্য কোনো স্থানে জমি ক্রয় করে হস্তান্তরের জন্য তিনি অনুরোধ জানান।

এ সময় ট্যুরিস্ট পুলিশ প্রধান মো. মাইনুল হাসান ট্যুরিস্ট পুলিশের বর্তমান কার্যক্রম ও পর্যটন নিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, সরকারি প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের জমি অধিগ্রহণ করা হয়েছে। এ অবস্থায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিডিএর নিজস্ব অথবা সুবিধাজনক স্থানে জমি ক্রয় করে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের কাছে হস্তান্তর করা জরুরি।

এ বিষয়ে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, জমি অধিগ্রহণ, ক্রয় ও হস্তান্তরের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করতে হয়। তিনি আশ্বস্ত করেন, সিডিএর পরবর্তী বোর্ড সভায় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য প্রাপ্য জমির বিষয়টি উত্থাপন করা হবে এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ শেষে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু ঈশা আনসারী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিএমপি) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস হাসান, উপ-পুলিশ কমিশনার মো. ফয়সাল, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) স্বপন কুমার আইচসহ সিডিএ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

হাবিব আহম্মদ মোল্লা: নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১২...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হ...

ফেসবুকে মালয়েশিয়ার স/ন্ত্রা/সী গোষ্ঠীর কার্যকলাপ প্রচারের দায়ে ১  বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: কুয়ালালামপুর হাইকোর্টে শুক্রবার (১২ ডিসেম্বর...

এনইউবিতে চীনা ভাষা ও সংস্কৃতি নিয়ে ‘চায়না আওয়ার’ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে চীনা ভাষা ও স...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুল...

বিরোধী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা চলছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসে...

ট্যুরিস্ট পুলিশ ও সিডিএ'র দ্বিপাক্ষিক সভা

ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য স্থায়ী জায়গা হস্তান্তরের বিষয়ে ট্যু...

প্রার্থীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপি’র বিক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত...

প্রার্থীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের...

ভারত,যুক্তরাষ্ট্র, রাশিয়া,জাপান ও চীন নিয়ে নতুন জোট !

প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনকে নিয়ে নতুন ‘সুপারক্লাব’ বা জোট গড়ার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা