চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। তিনি গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম শুরু করেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণের দিন প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে এবং ভোটারদের নিরাপদে ভোটদানের সুযোগ নিশ্চিত করা হবে।
আমারবাঙলা/ এনইউআ