সারাদেশ

চট্টগ্রামে পথশিশুদের স্বপ্ন দেখাচ্ছে ‘নগরফুল হলিডে স্কুল’

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম শহরের ব্যস্ততা আর কোলাহলকে ছাপিয়ে এক টুকরো আশা ছড়িয়ে দিচ্ছে ‘নগরফুল হলিডে স্কুল’। বিলাসবহুল কোনো ভবনে নয়, পার্ক, রেলস্টেশন কিংবা ফুটপাতের এক কোণে বসেই চলছে এই বিশেষ স্কুল। এখানে পড়তে আসা সব শিক্ষার্থীই পথশিশু—যাদের ছিল না স্থায়ী ঠিকানা, নিয়মিত খাবার কিংবা কোনো স্বপ্ন।

তাদের সেই স্বপ্নহীন জীবনেই আলোর বীজ বুনে চলেছেন একদল তরুণ।

স্কুলটির প্রতিষ্ঠাতা তরুণ সমাজকর্মী তাসনীম হোসেন। তিনি বলেন, "আমরা চেয়েছি শিশুদের মনে এই বার্তাটা পৌঁছে দিতে—তাদের জীবনেও পরিবর্তন আসতে পারে। তারাও একদিন ডাক্তার, শিক্ষক, পুলিশ কিংবা শিল্পী হতে পারে।"

২০১৮ সালে মাত্র পাঁচজন শিশুকে নিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। তখন অনেকেই এই ছোট প্রচেষ্টার সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। আজ ‘নগরফুলে’ নিয়মিত প্রায় এক শর বেশি শিশুর অংশগ্রহণ রয়েছে। সপ্তাহে তিন দিন ছুটির সময়গুলোতে চলে এই ‘হলিডে স্কুল’।

শিক্ষাদানের পদ্ধতিও একেবারেই গতানুগতিক নয়। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, পরিচ্ছন্নতা, চিত্রাঙ্কন, গান, নাচ ও থিয়েটারের মতো সৃজনশীল বিষয় শেখানো হয়। এ ছাড়া শিশুদের নিয়ে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবির, বইমেলা বা ঈদ-পূজা উৎসব। এটি যেন শুধু একটি স্কুল নয়, বরং একটি বিকল্প পরিবার।

স্কুলটির অন্যতম স্বেচ্ছাসেবক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমরান হোসেন জানান, “প্রথমে আমরা ওদের বিশ্বাস অর্জনের জন্য অনেক সময় দিয়েছি। কারণ রাস্তায় বেড়ে ওঠা এই শিশুরা মানুষের ওপর আস্থা হারিয়ে ফেলে। কিন্তু এখন ওরাই আমাদের স্কুলে আসতে না পারলে মন খারাপ করে, কাঁদে।”

এই স্কুলের অন্যতম বড় অর্জন হলো কয়েকজন শিক্ষার্থীকে মূলধারার বিদ্যালয়ে ভর্তি করানো। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রিফাত এখন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তার মা একসময় তাকে ভিক্ষা করতে পাঠাতেন, আজ তিনি নিজেই নিয়মিত রিফাতকে স্কুলে পৌঁছে দেন।

তবে এই সাফল্যের মাঝেও চ্যালেঞ্জের অভাব নেই। পর্যাপ্ত অর্থায়নের অভাব, শিক্ষাসামগ্রীর সংকট এবং স্বেচ্ছাসেবকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা—এসবই প্রতিদিনের লড়াই। তবুও থেমে নেই ‘নগরফুল’।

স্থানীয় প্রশাসনের সহায়তা ও সচেতন নাগরিকদের অংশগ্রহণ পেলে এই উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে বলে মনে করেন উদ্যোক্তারা। তাসনীম হোসেন বলেন, “আমরা চাই, দেশের প্রতিটি শহরে এমন অন্তত একটি হলিডে স্কুল থাকুক, যেখানে পথশিশুরা অন্তত সপ্তাহে কিছুটা সময় নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশে কাটাতে পারে।”

‘নগরফুল হলিডে স্কুল’ যেন প্রমাণ করে দিচ্ছে—শিক্ষা শুধু চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ নয়, এটা ভালোবাসা, সহানুভূতি আর স্বপ্ন দেখানোর এক নিরবচ্ছিন্ন প্রয়াস। আর এই প্রয়াসেই বদলে যেতে পারে হাজারো পথশিশুর ভবিষ্যৎ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘন্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

১৯২ টি বিল অস্তিত্ববিহীন 

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওর। এছাড়া বৃহৎ দুটি হাওর হ...

মৌলভীবাজারে শতকোটি ঘনফুট গ্যাসের মজুত

চায়ের রাজ্য হিসেবে খ্যাত মৌলভীবাজার এবার গ্যাসসম্পদেও গুরুত্বপূর্ণ অবস্থান দখ...

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র–গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের...

রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে...

বিশেষ পিপি এডভোকেট পারভেজ কর্ণফুলী গ্যাসের প্যানেল আইনজীবী

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে (কেজিডিসিএল) প্যানেল আইনজীবী হ...

ভোটের আগে বৃহত্তর চট্টগ্রামের ৫৪ থানায় নতুন ওসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর চট্টগ্রামের ৫৪ থানায় ব...

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুয়েলের উদ্যোগে দোয়া ও মিলাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফ...

রাজস্থলীতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের নতুন প্রকল্পের সূচনা

রাঙামাটির রাজস্থলী উপজেলায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কম...

হাওর ও নদীর মাছ বাজারে আনতেই উধাও

শীতের সকাল। লালচে আলোয় চারপাশ তখনো রঙিন। সারারাত হাওর–নদীতে মাছ ধরে ভোর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা