ছবি: সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

আমার বাঙলা ডেস্ক

চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মহাসমাবেশকে কেন্দ্র করে নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

রবিবার (২৫ জানুয়ারি) ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল ও দলবদ্ধভাবে নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন। অনেকেই আগের রাত থেকেই মাঠে অবস্থান নেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির প্রধান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৪৭ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরের একটি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানে রাতযাপন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন।

মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মঞ্চ ও আশপাশের পুরো এলাকা তিনটি পৃথক নিরাপত্তা বলয়ে বিভক্ত করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

এর মধ্যে মঞ্চসংলগ্ন অংশকে রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই এলাকায় কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের প্রবেশের অনুমতি থাকবে। বাকি এলাকাগুলোতে পর্যায়ক্রমে নিরাপত্তা নজরদারি রাখা হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। সে সময় নগরের লালদিঘী ময়দানে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন তিনি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে ট...

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইলেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইতে দেখা গেছে রাজনৈতিক কার্যক্রম ন...

তুলা-স্যাভলনে ছোঁয়ায় ৫০০ টাকা! রেডিক্যাল হাসপাতালে ‘পকেটমারি’

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি চিকিৎসাসেবার অরাজকতা যেন দিন দিন আরও ভয়াবহ রূ...

নিয়ম না মানলে ভোট বাতিল হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনে ভোট দিতে হলে নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ভোটা...

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে, জানাল বিসিবি

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে নতুন করে উ...

কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু চসিকের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা, জবাবদিহি...

নির্বাচিত হলে এক মাসে কুমিল্লা বিভাগ: আসিফ মাহমুদ

১১-দলীয় জোট ক্ষমতায় গেলে কুমিল্লা বিভাগ এক মাসের মধ্যেই ঘোষণা হবে বলে দাবি কর...

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা...

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা পণ্ড করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ ম...

নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন না হলে বাংলাদেশ বৃত্তচক্রে পড়ে যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা