জেলা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকা ও চট্টগ্রাম উভয় লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৭ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটা বিজয় এক্সপ্রেস ট্রেন। হাসানপুর থেকে ৫ কিলোমিটার দূরে নাঙ্গলকোটের আগে ঘটনাটি ঘটেছে। ইঞ্জিন লাইনে থাকলেও ৬-৭টি কোচ লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে এ বিষয়টুকু জেনেছি।
তিনি আরও বলেন, রিলিফ ট্রেন পাঠানোসহ আরও কিছু প্রাথমিক কাজ আছে। সেগুলো আমরা এ মুহূর্তে করছি। তবে হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার জানান, বিজয় এক্সপ্রেসের বগিগুলো লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে লাইনের ওপর। লাইনের কিছু কিছু অংশ দূরে সরে গেছে। কী কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।
প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            