ছবি: সংগৃহীত
রাজনীতি
দলীয় কৌশলের অংশ হিসেবে একাধিক আসনে রদবদল

চট্টগ্রামের দুই আসনে বিএনপির প্রার্থী পুনর্বিন্যাস

চট্টগ্রাম ব্যুরো:

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় কৌশল ও সাংগঠনিক বাস্তবতার আলোকে চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১ আসনে নতুন করে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক এলাকা) পূর্বঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপি মনোনয়ন দিয়েছে আসলাম চৌধুরীকে। এ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

অন্যদিকে চট্টগ্রাম-১০ আসন (পাহাড়তলী-হালিশহর) থেকেও প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সরিয়ে তাকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম-১০ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এসব পরিবর্তন আনা হয়েছে এবং মাঠপর্যায়ের সাংগঠনিক শক্তি বিবেচনা করেই প্রার্থী পুনর্বিন্যাস করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ার মধ্যেই কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদলের সিদ্ধান্ত নেয় দলটি। পাশাপাশি জোটগত রাজনীতির অংশ হিসেবে এখন পর্যন্ত ১৪টি আসনে শরিক দলগুলোর প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্ত বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে আরও গতিশীল করবে এবং দলীয় শক্তি সুসংহত করতে সহায়ক হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুলা-স্যাভলনে ছোঁয়ায় ৫০০ টাকা! রেডিক্যাল হাসপাতালে ‘পকেটমারি’

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি চিকিৎসাসেবার অরাজকতা যেন দিন দিন আরও ভয়াবহ রূ...

দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে ট...

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইলেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইতে দেখা গেছে রাজনৈতিক কার্যক্রম ন...

নিয়ম না মানলে ভোট বাতিল হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনে ভোট দিতে হলে নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ভোটা...

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে, জানাল বিসিবি

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে নতুন করে উ...

কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু চসিকের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা, জবাবদিহি...

নির্বাচিত হলে এক মাসে কুমিল্লা বিভাগ: আসিফ মাহমুদ

১১-দলীয় জোট ক্ষমতায় গেলে কুমিল্লা বিভাগ এক মাসের মধ্যেই ঘোষণা হবে বলে দাবি কর...

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা...

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা পণ্ড করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ ম...

নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন না হলে বাংলাদেশ বৃত্তচক্রে পড়ে যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা