জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল ভাস্কর্য’-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নাকসু নির্বাচন নিয়ে ইচ্ছাকৃত দীর্ঘসূত্রতার অভিযোগ তোলা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসা সত্ত্বেও প্রশাসন নাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করছে না। নির্বাচনের মূল কার্যক্রম বাদ দিয়ে কেবল গঠনতন্ত্র প্রণয়নের নাম করে সময়ক্ষেপণ করা হচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে নাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে।” এ সময় তাঁরা অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আজ ‘শাকসু’ নির্বাচনের নির্ধারিত তারিখ থাকলেও একটি বিশেষ মহলের অবৈধ হস্তক্ষেপে তা স্থগিত করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। নজরুল বিশ্ববিদ্যালয়েও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দ্রুত নাকসু নির্বাচনের দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন;-
১. অবিলম্বে নাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা
২. স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
৩. শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতকরণ
দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার পর গঠনতন্ত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি প্রশাসন। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
আমারবাঙলা/এসএ