কুষ্টিয়ায় রাস্তা-ঘাট ও হাট-বাজারে চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির ড. শফিকুর রহমান। আজ সকাল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি ২৪ আগস্ট পুলিশের গুলিতে নিহত শহীদ ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ পরিবারের মা-বোনদের মুখে তিনি পানি দেখেননি, বরং চোখের কোণায় জমাট রক্ত দেখেছেন। তিনি বলেন, “তাদের শান্তনা দেওয়ার মতো ভাষা নেই।”
ড. শফিকুর রহমান আরও বলেন, দেশের নদীগুলো এখন মরণ খালে পরিণত হয়েছে। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে নদী খননসহ উন্নয়নের নামে সরকারের অর্থ ব্যবহার করে দেশকে ধ্বংস করেছে। এছাড়াও, তারা দূর্নীতির আখড়া গড়ে তুলেছে। তাই তাদের চরিত্র ঠিক না হলে দেশ কখনো সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ করা হবে। চাঁদাবাজদের ধরে নিয়ে তাদেরকে ভাল কাজে নিয়োজিত করার ব্যবস্থা করা হবে।
জনসভায় কুষ্টিয়ার ১, ২, ৩ ও ৪ আসনের সংসদ প্রার্থীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংসদ প্রার্থীদের দাড়ি পাল্লা প্রতীক হাতে তুলে দেন। এছাড়াও, আরও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. শফিকুর রহমান জানান, আগামী দিনগুলোতে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোর জেলায়ও জনসভা করার পরিকল্পনা রয়েছে।
আমারবাঙলা/এসএবি