জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে শরিফ ওসমান হাদিকে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২:৩০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দিকে শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন হাজারো মানুষ
এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ সেখানে এসে জড়ো হন।বেলা সাড়ে ১১টা বাজার আগেই পুরো মানিক মিয়া এভিনিউর কানায় কানায় পূর্ণ হয়ে যায় লাখো মানুষ। ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হবে।
আমারবাঙলা/এসএবি