সংগৃহীত
বাণিজ্য

উদ্যোক্তা অংশীদারদের জন্য বুফরা ও কেইউবির অনন্য যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কৃষিখাতে উদ্যোক্তাদের সংযুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ অরগানিক ফার্মার্স অ্যান্ড রিটেলারস অ্যাসোসিয়েশন (বুফরা) এবং সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের অনুমোদিত কৃষি উপকরণ ব্যাংক (কেইউবি) যৌথভাবে এক বিস্তৃত উদ্যোগ গ্রহণ করেছে।

বুফরা ও কেইউবি সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উদ্যোক্তা অংশীদারদের সংযুক্ত করে কৃষি খাতকে আরো শক্তিশালী করা এবং সুষ্ঠু বিপণন ব্যবস্থার মাধ্যমে কৃষি উপকরণ ও উৎপাদিত পণ্য সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া। এতে অংশীদারদের জন্য সরবরাহ করা হবে প্রয়োজনীয় বীজ, সার, ও আধুনিক কৃষি যন্ত্রপাতি। পাশাপাশি উৎপাদিত শস্য, মাছ, ও প্রাণীজ সম্পদ সরাসরি বাজারজাতকরণের সুযোগ থাকবে।

বুফরা ও কেইউবি ‘র এই যৌথ প্রকল্প সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা অংশীদারদের অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে অংশীদাররা সরাসরি কৃষি খাতে বিনিয়োগের সুযোগ পাবেন এবং কৃষিজ উৎপাদন থেকে শুরু করে পণ্য বিপণন পর্যন্ত সম্পূর্ণ ব্যবস্থাপনায় অংশ নিতে পারবেন।

অংশীদার হওয়ার সুযোগ ও কার্যক্রম

দেশজুড়ে উদ্যোক্তা অংশীদারদের জন্য বুফরা ও কেইউবি বিশেষ প্রশিক্ষণ ও টেকনিক্যাল সহায়তা প্রদান করছে। উদ্যোক্তাদের কৃষি খাতের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং সার, বীজ, ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করায় তারা কৃষি উৎপাদনে আরো উন্নতি সাধন করতে পারবেন বলে মত সংশ্লিষ্টদের।

তাদের মতে, উৎপাদিত শস্য, মাছ ও প্রাণীজ সম্পদ দ্রুত এবং সহজে বাজারে পৌঁছানোর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যা উদ্যোক্তাদের উৎপাদন খরচ কমাতে এবং লাভজনক বাজার নিশ্চিত করতে সহায়তা করবে।

আন্তর্জাতিক বাজারে প্রবেশের দিকনির্দেশনা

জানা গেছে, উৎপাদিত কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুফরা ও কেইউবি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থা সরবরাহের মাধ্যমে উদ্যোক্তাদের বিদেশি বাজারে প্রবেশের জন্য প্রস্তুত করছে। এতে করে দেশের কৃষি খাত আরো বহুদূর এগিয়ে যাবে এবং কৃষিজ পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে।

কীভাবে উদ্যোক্তা অংশীদার হওয়া যাবে?

বুফরা ও কেইউবি সংশ্লিষ্টরা জানান, যারা এই উদ্যোগে অংশ নিতে চান, তারা স্থানীয় বুফরা অফিস কিংবা কেইউবি’র প্রতিনিধি অফিসে যোগাযোগ করতে পারেন। এতে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা মিলবে।

বুফরা ও কেইউবি’র এই যুগান্তকারী উদ্যোগ দেশের কৃষি খাতকে আরো সুসংগঠিত ও সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের ব্যাপক প্রসার ঘটবে বলেও আশা বুফরা ও কেইউবি সংশ্লিষ্টদের।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা