ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীর বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হলেও, তাদের অবস্থান নিশ্চিত করা গেলে দেশে ফিরিয়ে আনার যথেষ্ট উপায় রয়েছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান।
রবিবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
র্যাব ডিজি বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত বাহিনীর সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে অভিযান চলবে। তিনি জানান, ১২ থেকে ১৬ তারিখের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সময় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে আইনের আওতায় আনাই র্যাবের মূল লক্ষ্য। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত দিনরাত ২৪ ঘণ্টা তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।
আসামিরা দেশের বাইরে পালিয়ে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক জানান, প্রযুক্তিগত সহায়তা ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত করা গেলে আইনগত ও কূটনৈতিক সব প্রক্রিয়া প্রয়োগ করে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, বিদেশে পালিয়ে গেলেও আসামিকে ফিরিয়ে আনার জন্য একাধিক কার্যকর ব্যবস্থা রয়েছে।
আমারবাঙলা/এসএবি