ছবি: সংগৃহীত
সারাদেশ

আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে সাদেক মিয়া নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন।

স্থানীয়রা জানান, চরাঞ্চলের আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম চৌধুরী ও সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত ১৮ সেপ্টেম্বর কাইয়ুম মিয়ার সমর্থক ইদন মিয়া নিহত হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কাইয়ুম বাহিনীর হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক ফেরদৌসী আক্তার মারা যায়। এরপর থেকে কাইয়ুম মিয়ার সমর্থকরা বাড়িছাড়া হয়ে যায়। প্রায় ১০ দিন বাড়িছাড়া থাকার পর আজ (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় কাইয়ুম বাহিনীর সমর্থকরা এলাকায় উঠতে চাইলে শাহ আলম বাহিনী স্থানীয় আওয়ামী লীগের আসাদ উল্ল্যাহ ও দিপু গ্রুপের সহায়তায় তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া নিহত হয়। আহত হয় ১০ জন।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া মারা যাওয়ার পর আমরা এলাকাছাড়া ছিলাম। দশ দিন পর আজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ আমাদের ওপর গুলি চালায়। এতে সাদেক মিয়া মারা যায় এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয় ১০-১২। চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের হিসেবে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কারা এই হামলার জন্য দায়ী এ ব্যাপারে জানতে চাইলে তাদের দাবি, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপুর লোকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে।

নিহতের স্বজন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে আজ সকালে সাদেক মিয়া নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এছাড়া আহত আরো ৬ জনের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে দুটি গ্রুপের সংঘর্ষে সাদেক নামে একজন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন শান্ত পরিবেশ বিরাজ করছে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৪২ কোটি টাকা ঘুষ গ্রহণ, আসামি সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৮ জন

ভয়-ভীতি দেখিয়ে ৪২ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জা...

আফগানিস্তান সিরিজে ডাক পেলেন সৌম্য

পাঁজরের ইনজুরির জন্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছ...

‘এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে’

২৫ বছর ধরে ঢাকাই সিনেমার রুপালি পর্দা শাসন করছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। দ...

হাজী সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী

রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের এ...

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহ...

লক্ষ্মীপুর পলিটেকনিকে দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ASSET প্রকল্পে...

ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ...

গাজায় যা ঘটছে, তা একেবারেই গণহত্যা : জেনিফার লরেন্স

বিশ্বখ্যাত চলচ্চিত্র উৎসবগুলো কেবল সিনেমার প্রদর্শনীতেই সীমাবদ্ধ থাকে না, বরং...

এনবিআর পরামর্শক কমিটি বিলুপ্ত

এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ...

আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে সাদেক মিয়া নামে এক যুবদল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা