সংগৃহীত
খেলা

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

আট বছর পর মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের লড়াইয়ের এই টুর্নামেন্টের আজ পর্দা নামবে। এবারের আয়োজক পাকিস্তান হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। যেখানে বাংলাদেশ সময় বিকাল ৩টায় আজ রবিবার (৯ মার্চ) মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

শিরোপার হিসেবে এই টুর্নামেন্টে যৌথভাবে সফল দল ভারত। তাদের রয়েছে দুইটি শিরোপা, যদিও সবশেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালে। এর আগের আসরে ফাইনাল খেললেও হেরেছিল পাকিস্তানের কাছে। আর নিউজিল্যান্ডের রয়েছে একটি শিরোপা সেটিও তারা জিতেছিল ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে। তাই আজকের ম্যাচে দুই দলের লক্ষ্যই থাকবে শিরোপা পুনরুদ্ধারের। যেখানে স্বাভাবিকভাবেই কন্ডিশন ও ভেন্যুর হিসেবে ফেবারিট হিসেবে থাকবে ভারত।

এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে ভারতই একমাত্র দল যারা এক ভেন্যুতেই খেলেছে কোনো রকম সফর করতে হয়নি। কারণ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, আর ভারত রাজনৈতিক কারণে সেখানে খেলতে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের ‘হাইব্রিড মডেল’ বেছে নিয়েছে। যেখানে ভারতের ম্যাচগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে, আর বাকি সব ম্যাচ আয়োজিত হয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। আর দুবাই ভারতের ক্রিকেটারদের কাছে বেশ পরিচিতও। কেননা তারা এখানে ২০২০ এবং ২০২১ মৌসুমে আইপিএলের ম্যাচ আয়োজন করেছিল। বলা চলে এটি তাদের জন্য ঘরের মাঠই। যেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড তাদের চার ম্যাচ খেলতে করাচি, রাওয়ালপিন্ডির, দুবাই, লাহোর ঘুরে ফের এসেছে ফাইনাল খেলতে দুবাইয়ে এ নিয়ে বাহিরে বেশ সমালোচনা হলেও মাঠে যে তার প্রভাব নেই তা বলাই যায়।

এদিকে গেল কয়েক আসর ধরেই বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির টানা তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। এটি তাদের ধারাবাহিক সাফল্যের অন্যতম প্রমাণ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। তবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই গল্প আর পুনরাবৃত্তি হয়নি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উচিয়ে ধরেছিল শিরোপা। বছর না ঘুরতেই তাদের সামনে আরো একটি বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের হাতছানি।

এবারের আসরে ভারত এখন পর্যন্ত হারেনি একটি ম্যাচও। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ উড়িয়ে শুরু করেছিলো তারা এবারের আসর। এরপর পাকিস্তান, নিউজিল্যান্ড ও সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে সবার আগে নিশ্চিত করেছিল ফাইনালের টিকিট। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডও আসরের শুরু থেকে উড়ছিল। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশকেও উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছিল। যদিও সেমিতে ফের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তবে নিউজিল্যান্ডকে ওড়াতে ফাইনালে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারত প্রবল আত্মবিশ্বাস নিয়ে নামবে। দুর্দান্ত ব্যাটিং লাইনআপ, অভিজ্ঞ বোলিং ইউনিট এবং সাম্প্রতিক সাফল্য ভারতের ফেবারিট তকমা নিশ্চিত করেছে। তবে নিউজিল্যান্ডও কম যায় না। হয়তো দলে বড় মাপের তারকা নেই ভারতের মতো তবে তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে তাদের দুর্দান্ত একটি দল বানানো রয়েছে। আর দলের সবাই রয়েছে দারুণ ফর্মেও। তাদের দলীয় সংহতি ও চাপ সামলানোর ক্ষমতা প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। দুই দলই ফাইনালে জয়ের জন্য মরিয়া, তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম ভারতের পক্ষেই কথা বলছে। এখন দেখার বিষয়, দুবাইয়ের মঞ্চে কার হাতে উঠে ক্রিকেটের মর্যাদাপূর্ণ এ ট্রফি!

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

রাউজানে নির্বাচনী প্রস্তুতি ঘিরে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযানের দাবি

শরীফ ওসমান হাদির হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী...

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক শিশ...

চট্টগ্রামের ফিশারী ঘাট এলাকায় আগুন

চট্টগ্রাম ফিশারি ঘাট এলাকায় ফিশিং বোটে আ/গু/ন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২...

লাইফস্টাইল
বিনোদন
খেলা