জাতীয়

নতুন প্রতীক সংযোজনে কোনো অসুবিধা নেই, চট্টগ্রামে সিইসি 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রতীক তালিকায় নতুন প্রতীক সংযোজন নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নতুন করে প্রতীক যোগ করতে অসুবিধা আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে কোনো অসুবিধা নেই"
রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “যে কোনো রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয়, তখন তাদের প্রতীক নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকেই নিতে হয়। শাপলা প্রতীকটি আমাদের তালিকায় নেই, তাই এনসিপিকে তা দেওয়া হয়নি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি।”

তবে প্রতীক তালিকায় নতুন প্রতীক সংযোজন নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে কোনো অসুবিধা নেই।”

সিইসি এ সময় বলেন, “যারা এখন এনসিপিতে নেতৃত্ব দিচ্ছেন, তারা ২০২৪ সালের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আমি বিশ্বাস করি, তারা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বাধা হবেন না। আমি তাদের কাউকে কম দেশপ্রেমিক মনে করি না। তারা যেমন দেশের মঙ্গল চান, আমরাও তাই চাই। গণতন্ত্রের যে উত্তরণ, তা যেন সৌন্দর্যমণ্ডিত হয়—সেই ব্যাপারে তারা আমাদের সাথে একমত হবেন বলে আশা করি।”

প্রসঙ্গক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইস্যুতে কথা বলতে গিয়ে সিইসি বলেন, “এআই এখন শুধু আমাদের দেশের নয়, বৈশ্বিক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এআইয়ের ৫০ শতাংশ উৎস শনাক্ত করা যায় না। কেউ কেউ বলছেন ইন্টারনেট বন্ধ করতে। কিন্তু আমরা ইন্টারনেট বন্ধের পক্ষে না। আমরা চাই তথ্যপ্রবাহ বজায় থাকুক।”

তিনি আরও বলেন, “আমরা চাই স্বচ্ছ একটি নির্বাচন। কোনো গোপন বা অন্ধকারাচ্ছন্ন নির্বাচন নয়। রাতের অন্ধকারে নয়, বরং এমন একটি নির্বাচন চাই যা জনগণের সামনে উন্মুক্ত ও পরিষ্কারভাবে দৃশ্যমান হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, এবং চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা, ডিজিটাল অপপ্রচার, এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কা...

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীর পোস্টারে ৮ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থ...

জকসু নির্বাচন তো হলো, কিন্তু নির্বাচিতরা বসবেন কোথায়

প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাতে যে প...

লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক বছরে উদ্ধার ৬৭টি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে গত এক বছরে মোট ৬৭টি বন্যপ্...

‘এটা আমাদেরই গল্প’ নিয়ে এত আলোচনা কেন

প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১...

নিয়ন্ত্রণ হারিয়ে বর যাত্রীবাহী গাড়ি পড়লো খাদে

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্...

গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতি...

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে জ...

ঋণ খেলাপির দায়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়ন...

জনগণের কথা বলবে সংসদ, থাকবে না সন্ত্রাস ও তোষামোদ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা