নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে সকল নির্বাচনী ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম নিজ উদ্যোগে ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় তিনি নিজ হাতে তার নির্বাচনী ব্যানার খুলে ফেলেন। এ সময় তার সঙ্গে স্থানীয় কর্মী, সমর্থকসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ডা. এটিএম রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধ সকল প্রার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য। একটি ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসব নির্দেশনা মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব। সে কারণেই আমি নিজেই ব্যানার অপসারণের কাজ শুরু করেছি।
আমারবাঙলা/এনইউআ