আন্তর্জাতিক
দামেস্ক পতনের পর নিখোঁজ

বিমান দুর্ঘটনায় আসাদের মৃত্যুর গুঞ্জন

আমার বাঙলা ডেস্ক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ধানে বৃহৎ পরিসরের অনুসন্ধান চলছে। বিরোধী পক্ষ দামেস্ক দখল করার ও তার কয়েক দশকের শাসনের অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই এই অনুসন্ধান শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিরোধী পক্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে আল-আসাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য।

আল-আসাদের ভাগ্য নিয়ে জল্পনা আরো জোরালো হয়, যখন আল-আসাদকে একটি ইলিউশিন-৭৬ বিমান বহন করার সন্দেহ করা হয়।

বিমানটি তার পতনের ঠিক আগে দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। অ্যাক্সিওস জানিয়েছে, বিমানটি উত্তর-পশ্চিম দিকে উড়ে যায় এবং হোমসের কাছে এর উচ্চতা কমায়। তারপর আকস্মিক পথ পরিবর্তন করে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আল-আসাদ দামেস্ক থেকে একটি ফ্লাইটে করে রবিবার সকালে দেশ ত্যাগ করেছেন।

এ ছাড়া রয়টার্সের সূত্র মতে, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং এতে আল-আসাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাদের এক সূত্র জানিয়েছে, ‘এটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। সম্ভবত এর ট্রান্সপন্ডার বন্ধ করা হয়েছে, তবে বিমান ভূপাতিত হওয়ার সম্ভাবনা বেশি।’

বিরোধী পক্ষের সামরিক পরিচালনা প্রশাসন রবিবার সকালে প্রেসিডেন্টের পালানোর ঘোষণা দিয়েছে, দামেস্ককে তার শাসন থেকে মুক্ত ঘোষণা করেছে এবং বিশ্বজুড়ে সিরীয়নদের ‘স্বাধীন সিরিয়ায়’ ফিরে আসার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-বাথ (দল) শাসনের অধীনে ৫০ বছরের দমন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার ও বাস্তুচ্যুতির পর আমরা এই অন্ধকার যুগের অবসান ও সিরিয়ার নতুন যুগের সূচনা ঘোষণা করছি।’

বিরোধী কমান্ডার আহমেদ আল-শারা সব পক্ষকে সরকারি সম্পত্তি রক্ষা করার আহ্বান জানিয়ে এই বিজয়কে ‘আধুনিক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিপ্লব’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মদ গাজি আল-জালালি একটি ভিডিও বার্তায় সরকারি প্রতিষ্ঠানগুলোর শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

এদিকে বিদ্রোহীরা শহর দখলের কয়েক ঘণ্টা পর একটি পৃথক সিরিয়ান এয়ারের ফ্লাইট হোমস থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড্ডয়ন করেছে। তবে এর সঙ্গে আসাদ পরিবারের কোনো সম্পর্ক নিশ্চিত করা যায়নি।

তার ভাগ্য ও বিমান নিখোঁজ হওয়ার পরিস্থিতি নিয়ে অনুসন্ধান এখনো চলছে।

আসাদের গন্তব্য এবং অবস্থান নিয়ে ধোঁয়াশার মধ্যে এবার নতুন তথ্য দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল-আসাদ এখন সিরিয়ায় নেই। তিনি সিরিয়া থেকে বের হয়ে গেছেন।

তবে তাদের এই দাবি কতটা সত্য, তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি বাশার রাশিয়ার দিকে গেছেন কি না, তা-ও স্পষ্ট করেনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, কার্যালয় ছেড়েছেন বাশার আল-আসাদ। তিনি সিরিয়াও ছেড়েছেন। দেশ ছাড়ার আগে তিনি ঘোষণা দিয়ে গেছেন, শান্তিপূর্ণভাবে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। এ নিয়ে রাশিয়ার সঙ্গে তার কথা হয়নি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীতার্তদের মাঝে রাতের আঁধারে কম্বল পৌঁছে দিলেন ইউএনও

নরসিংদীর মনোহরদীতে প্রচন্ড শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উ...

নরসিংদীর দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার দুইটি সংসদীয় আসনে মোট চারজন প্র...

আইপিএল ২০২৬: মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ  বিসিসিআই

আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের...

পেকুয়ায় শীত মৌসুমে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় চলতি অর্থবছরের শীত মৌসুমে দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর...

কুষ্টিয়ায় মোবাইল সিম বন্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ

সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও মোবাইল সিম বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধার...

নিখোঁজের দুই দিন পর রান্নাঘর থেকে মিলল স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজের দুই দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্...

আসামিদের অবস্থান শনাক্ত করা গেলে দেশে ফিরিয়ে আনার একাধিক পথ রয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল ও...

র‌্যাব-৯ এর অভিযানে ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড গুলি উদ্ধ...

মায়ানমারে পাচারকালে বিপুল সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ...

পেকুয়ায় শীত মৌসুমে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় চলতি অর্থবছরের শীত মৌসুমে দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা