আন্তর্জাতিক
দামেস্ক পতনের পর নিখোঁজ

বিমান দুর্ঘটনায় আসাদের মৃত্যুর গুঞ্জন

আমার বাঙলা ডেস্ক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ধানে বৃহৎ পরিসরের অনুসন্ধান চলছে। বিরোধী পক্ষ দামেস্ক দখল করার ও তার কয়েক দশকের শাসনের অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই এই অনুসন্ধান শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিরোধী পক্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে আল-আসাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য।

আল-আসাদের ভাগ্য নিয়ে জল্পনা আরো জোরালো হয়, যখন আল-আসাদকে একটি ইলিউশিন-৭৬ বিমান বহন করার সন্দেহ করা হয়।

বিমানটি তার পতনের ঠিক আগে দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। অ্যাক্সিওস জানিয়েছে, বিমানটি উত্তর-পশ্চিম দিকে উড়ে যায় এবং হোমসের কাছে এর উচ্চতা কমায়। তারপর আকস্মিক পথ পরিবর্তন করে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আল-আসাদ দামেস্ক থেকে একটি ফ্লাইটে করে রবিবার সকালে দেশ ত্যাগ করেছেন।

এ ছাড়া রয়টার্সের সূত্র মতে, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং এতে আল-আসাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাদের এক সূত্র জানিয়েছে, ‘এটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। সম্ভবত এর ট্রান্সপন্ডার বন্ধ করা হয়েছে, তবে বিমান ভূপাতিত হওয়ার সম্ভাবনা বেশি।’

বিরোধী পক্ষের সামরিক পরিচালনা প্রশাসন রবিবার সকালে প্রেসিডেন্টের পালানোর ঘোষণা দিয়েছে, দামেস্ককে তার শাসন থেকে মুক্ত ঘোষণা করেছে এবং বিশ্বজুড়ে সিরীয়নদের ‘স্বাধীন সিরিয়ায়’ ফিরে আসার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-বাথ (দল) শাসনের অধীনে ৫০ বছরের দমন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার ও বাস্তুচ্যুতির পর আমরা এই অন্ধকার যুগের অবসান ও সিরিয়ার নতুন যুগের সূচনা ঘোষণা করছি।’

বিরোধী কমান্ডার আহমেদ আল-শারা সব পক্ষকে সরকারি সম্পত্তি রক্ষা করার আহ্বান জানিয়ে এই বিজয়কে ‘আধুনিক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিপ্লব’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মদ গাজি আল-জালালি একটি ভিডিও বার্তায় সরকারি প্রতিষ্ঠানগুলোর শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

এদিকে বিদ্রোহীরা শহর দখলের কয়েক ঘণ্টা পর একটি পৃথক সিরিয়ান এয়ারের ফ্লাইট হোমস থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড্ডয়ন করেছে। তবে এর সঙ্গে আসাদ পরিবারের কোনো সম্পর্ক নিশ্চিত করা যায়নি।

তার ভাগ্য ও বিমান নিখোঁজ হওয়ার পরিস্থিতি নিয়ে অনুসন্ধান এখনো চলছে।

আসাদের গন্তব্য এবং অবস্থান নিয়ে ধোঁয়াশার মধ্যে এবার নতুন তথ্য দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল-আসাদ এখন সিরিয়ায় নেই। তিনি সিরিয়া থেকে বের হয়ে গেছেন।

তবে তাদের এই দাবি কতটা সত্য, তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি বাশার রাশিয়ার দিকে গেছেন কি না, তা-ও স্পষ্ট করেনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, কার্যালয় ছেড়েছেন বাশার আল-আসাদ। তিনি সিরিয়াও ছেড়েছেন। দেশ ছাড়ার আগে তিনি ঘোষণা দিয়ে গেছেন, শান্তিপূর্ণভাবে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। এ নিয়ে রাশিয়ার সঙ্গে তার কথা হয়নি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুক্তরাষ্ট্র থেকে গম আনছে বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত...

বাধ্যতামূলক অবসরে ৯ সচিব

অবসরপ্রাপ্ত সচিবরা হলেন : ১. মো. মনজুর হোসেন (৫৪৯০),...

মোরেলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়ীয়া বাজারসংলগ্ন দক্ষিণ সুতালড়ী হি...

দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতি করিনি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতির সাথে জড়ি...

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চায় এনসিপি

বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই জাতীয় সনদে সই করবে এনসিপি বলে জানিয়েছেন দলটির...

শিক্ষা ও স্বাস্থ্য মানবসম্পদ উন্নয়নের মেরুদণ্ড: পররাষ্ট্র উপদেষ্টা

শিক্ষা জাতির মেরুদণ্ড-এই কথাটি যেমন প্রবাদে প্রচলিত, তেমনি স্বাস্থ্য সুখের মূ...

মোরেলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়ীয়া বাজারসংলগ্ন দক্ষিণ সুতালড়ী হি...

সমন্বয় সভা ঘিরে ‍উত্তেজনা, এনসিপির দুই পক্ষের হাতাহাতি

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমন্বয় সভা চলাকালে দলটির দুই পক্...

জমির বিরোধে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের ১ জন নিহত।

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা: আমিরুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেল...

যুক্তরাষ্ট্র থেকে গম আনছে বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা