সংগৃহীত
বিনোদন

কেন ভেঙেছিল শহীদ-কারিনার প্রেম?

বিনোদন ডেস্ক

এক সময় হিন্দি সিনেমা দুনিয়ার অন্যতম চর্চার বিষয় ছিল শহীদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম। ‘জাব উই মিট’ সিনেমায় জুটি হিসেবে যেমন তারা মানিয়ে গিয়েছিলেন, তেমনই পর্দার বাইরেও জমে ওঠে তাদের রসায়ন। কিন্তু হঠাৎই ভেঙে যায় তাদের প্রেম। কারিনা বিয়ে করেন সাইফ আলী খানকে, শহীদের সঙ্গে বিয়ে হয় মীরা রাজপুতের। কিন্তু কেন ভেঙে যায় দুই তারকার সম্পর্ক?

দুজনের আলাপ ২০০৪ সালে ‘ফিদা’ ছবির সেটে। সে সময় শহীদের সদ্য বিচ্ছেদ হয়েছে। কারিনাকে ভুলতে হয়েছে হৃতিক রোশনকে। ফলে দুজনের কাছাকাছি আসতে সময় লাগেনি। প্রথমে আপত্তি থাকলেও পরে কারিনার মা ববিতাও সায় দিয়েছিলেন মেয়ের পছন্দে। ঘনিষ্ঠ মহলে কারিনা এ–ও জানিয়েছিলেন, তিনি শহীদকে বিয়ে করবেন।

‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-এর মতো ছবিতে কাজ করার সময় জমে উঠেছে তাদের প্রেম। এতটাই গভীর ছিল তাদের সম্পর্ক, শহীদের জন্য পুরোপুরি নিরামিষাশী হয়ে গিয়েছিলেন কারিনা। শহীদের কথাতেই ‘জাব উই মিট’ ছবিতে অভিনয় করতে রাজি হন তিনি। বক্স অফিসে এই ছবি তুমুল সফল হয়। কিন্তু এই ছবি যখন মুক্তি পেয়েছে, তখন কারিনার হৃদয়ে অন্য পুরুষ এসে গিয়েছেন।

‘জাব উই মিট’-এ গীত-আদিত্যর বিয়ে হলেও শহীদ-কারিনা আলাদা হয়ে যান হঠাৎই। তখন কারিনার জীবনে সাইফ আলী খান। ‘টাশান’ সিনেমার সেটে তাদের সম্পর্কের শুরু। বক্স অফিসে সে ছবি দাগ কাটতে পারেনি। মুষড়ে পড়েছিলেন কারিনা। ডুবে গিয়েছিলেন হতাশায়। তখন নাকি তার হতাশা প্রশমিত হয়েছিল সাইফের সান্নিধ্যে।

কিন্তু কেন শহীদের সঙ্গে কারিনার সম্পর্ক ভেঙে গেল? সেই কারণ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি কোনো দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ভেবেছিলাম ‘টাশান’ আমার ক্যারিয়ার বদলে দেবে। কিন্তু হলো ঠিক উল্টো। ‘জাব উই মিট’ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। আর ‘টাশান’ আমার জীবন।

একই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘শহীদ আমাকে বলে, তুমি এই চিত্রনাট্যটা শোনো, মেয়ের (গীত) চরিত্রটা অসাধারণ এবং তোমার এটি করা উচিত। ওর কথাতেই শেষমেশ রাজি হয়ে এই ছবিটি আমরা দুজনে করে ফেলেছিলাম। কিন্তু ব্রেকআপ? অবশ্যই ভাগ্য সেটিই ঠিক করে রেখেছিল, জীবন সেই ছন্দেই এগিয়েছিল। এই ছবিটি এবং ‘টাশান’র মধ্যবর্তী সময়ে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে...আমরা দুজনেই ভিন্ন রাস্তা বেছে নিয়েছিলাম।’

শহীদ একবার বলেছিলেন তাদের দুজন দুই মেরুর। ঠিক যেন ‘জাব উই মিট’-এর গীত ও আদিত্য। একদিকে প্রাণবন্ত কারিনা আর অন্যদিকে শান্ত, ধীর শহীদ। বিচ্ছেদের পর তাদের ব্যক্তিগত সম্পর্কও ঠেকেছিল তলানিতে।

তবে শোনা যায়, সাইফ আলী খানের জন্যই ফাটল ধরে শহীদ-কারিনার রসায়নে। শহীদকে লুকিয়ে নাকি সাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা। জানতে পারার পরে কারিনার সঙ্গে সম্পর্ক আর রাখতে চাননি শহীদ।

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সমীকরণ। তিক্ততা সরিয়ে রেখে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুজনে একসঙ্গে কাজও করেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা