শিক্ষা

গণ-অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ সাত দফা দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ-অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতভর আন্দোলনরত শিক্ষার্থীরা গণ-অনশন কর্মসূচি পালন করেন। শুক্রবার বেলা পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি অব্যাহত ছিল।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার আজ সকাল সাড়ে ১০টার দিকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে রাতভর অবস্থান নিয়ে গণ-অনশন কর্মসূচি পালন করেন। ভোররাতের দিকে তারা সড়ক থেকে সরে কলেজের ফটকের সামনে অবস্থান নিয়ে গণ-অনশন কর্মসূচি পালন করছেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার আন্দোলন এগিয়ে নেওয়ার লক্ষ্যে খোলা ‘তিতুমীর ঐক্য’ নামের ফেসবুক পেজে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পোস্ট করা ছবিতে দেখা যায়, কলেজের ফটকের সামনে বেশি কিছু শিক্ষার্থী বসে আছেন। আর ফটকে আমরণ অনশন কর্মসূচির ব্যানার লাগানো রয়েছে।

একই পেজে ঘোষণা দেওয়া হয়েছে, শুক্রবার সড়কে জুম্মার নামাজ আদায় করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হবে, ততক্ষণ তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে গত বুধবার বিকেল পাঁচটা থেকে অনশনে বসেন কলেজের পাঁচ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে আরো কিছু শিক্ষার্থী অনশনে যুক্ত হন।

বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়া কিছু অনশনকারী শিক্ষার্থীকে হাসপাতালে পাঠাতে দেখা যায়। সেদিন বেলা আড়াইটার পর কলেজের শিক্ষার্থীরা জানান, তারা গণ-অনশন কর্মসূচি শুরু করেছেন।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঘটনাস্থলে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. নুরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের বলেন, বিশ্ববিদ্যালয় করার জন্য কিছু প্রক্রিয়া আছে, এর মধ্যে প্রথমত আইন করা। আর সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি গঠনের বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা বলবেন। যত দ্রুত বিশ্ববিদ্যালয় গঠনের কাজ শেষ করা যায়, সেই চেষ্টা করা হবে। অনশনকারী শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

তবে শিক্ষার্থীরা এ সময় মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার প্রস্তাবের সঙ্গে একমত হননি। কর্মকর্তার উদ্দেশে তারা বলেন, ‘হয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেন, নয়তো আপনিও অনশনে অংশগ্রহণ করুন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২ টি বিল অস্তিত্ববিহীন 

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওর। এছাড়া বৃহৎ দুটি হাওর হ...

মৌলভীবাজারে শতকোটি ঘনফুট গ্যাসের মজুত

চায়ের রাজ্য হিসেবে খ্যাত মৌলভীবাজার এবার গ্যাসসম্পদেও গুরুত্বপূর্ণ অবস্থান দখ...

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র–গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের...

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুয়েলের উদ্যোগে দোয়া ও মিলাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফ...

হাওর ও নদীর মাছ বাজারে আনতেই উধাও

শীতের সকাল। লালচে আলোয় চারপাশ তখনো রঙিন। সারারাত হাওর–নদীতে মাছ ধরে ভোর...

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

চট্টগ্রামের সীতাকুন্ডে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক...

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়...

শীতল পাটির ঐতিহ্য হারিয়ে যাচ্ছে; পেশা বদলে নিচ্ছেন কারিগররা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধুলিজোড়া গ্রামে একসময় শীতল পাটির ব্যাপক কদর ছিল।...

ডেঙ্গুতে মৃত্যু ৫ জন, নতুন ভর্তি ৪৯০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন ক...

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে কিউআর কোড ব্যবস্থা থাকবে ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা