সংগৃহীত ছবি
শিক্ষা

এমপিওভুক্ত হচ্ছেন আরও ২ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ১ হাজার ৯৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

নতুন এমপিওভুক্তদের মধ্যে রয়েছে স্কুলে ১ হাজার ৪৯১ জন এবং কলেজের ৪৫৩ জন শিক্ষক রয়েছেন। মোট ১ হাজার ৯৪৪ জনের মধ্যে মাত্র ১১ জন অফলাইনে আবেদনকারী। অবশিষ্টরা সবাই অনলাইনে আবেদন করেন। এ ছাড়া ১ হাজার ৩৬০ জনকে উচ্চতর স্কেল ও ৫২৫ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাউশি জানায়, নতুন এমপিও পাওয়াদের মধ্যে স্কুলের ১ হাজার ৪৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৬২, চট্টগ্রামের ৭৮, কুমিল্লার ৯০, ঢাকার ১৯৭, খুলনার ১৯৭, ময়মনসিংহের ১৫৬, রাজশাহীর ২৭০, রংপুরের ২৮৮ এবং সিলেটের ৫৩ জন তালিকায় রয়েছেন।

কলেজের ৪৫৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৫, চট্টগ্রামের ২৭, কুমিল্লার ২৯, ঢাকার ৩৮, খুলনার ৭৫, ময়মনসিংহের ৪৬, রাজশাহীর ১৬৪, রংপুরের ৩৮ এবং সিলেট অঞ্চলের ১১ জন রয়েছেন।

উচ্চতর স্কেল পাচ্ছেন ১ হাজার ৩৬০ জন

বিভিন্ন বেসরকারি স্কুলকলেজের ১ হাজার ৩৬০ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ১ হাজার ১৩০ জন এবং কলেজের ২৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২০৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৩১, ঢাকার ১৬৮, খুলনার ৮৬, ময়মনসিংহের ১৪০, রাজশাহীর ১৭৮, রংপুরের ২৫৩ এবং সিলেটের ৩০ জন রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, কুমিল্লার ৩, ঢাকার ২৪, ময়মনসিংহের ৮, রাজশাহীর ১৬০, রংপুরের ১৩ ও সিলেট অঞ্চলের ৫ জন রয়েছেন। এই তালিকায় চট্টগ্রাম ও খুলনার কোনো শিক্ষক নেই।

বিএড স্কেল পাচ্ছেন ৫২৫ জনের

বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৫২৫ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৭, চট্টগ্রামের ২৮, কুমিল্লার ৪৯, ঢাকার ১১২, খুলনার ৭০, ময়মনসিংহের ৫১, রাজশাহীর ৭৫, রংপুরের ৬৯ এবং সিলেট অঞ্চলের ২৪ জন শিক্ষক আছেন।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন...

মেসির উত্তরসূরি কে

যাঁর শুরু আছে, তাঁর শেষও আছে—এটাই জগতের নিয়ম। লিওনেল মেসিও ক্যারিয়ারের...

মেসি-রোকুজ্জোর চুমুর ছবি তুলে জিতলেন পুরস্কার

‘যদিও ছবিটি কয়েক বছর আগের, তবু এখনো আমি মুহূর্তটা স্পষ্ট মনে করতে পারি&...

রাতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন...

সাগরে লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি (Well Ma...

কেন হঠাৎ বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান?

পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইস...

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরু...

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দে...

মধ্যপ্রাচ্য রুটে বিমানের টিকিটের দাম বাড়তি, বিপাকে প্রবাসীরা

মধ্যপ্রাচ্য রুটে হঠাৎ করেই ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী উড়োজাহাজের টিকিটের...

সাগরে লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি (Well Ma...

লাইফস্টাইল
বিনোদন
খেলা