সংগৃহীত
অপরাধ

শিশু মুনতাহার ওপর কেন এমন নৃশংসতা

সিলেট ব্যুরো

সিলেটের কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে শিশু মুনতাহা আক্তার জেরিন (৬)। নিখোঁজের ছয় দিন পর মুনতাহার মরদেহ খুঁজে পাওয়া গেছে। রবিবার (১০ নভেম্বর) ভোরাত ৪টার দিকে শিশু মুনতাহার মরদেহ খুঁজে পাওয়া যায় তাদের বাড়ির পাশের ডোবায়।

শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মর্জিনা বেগমসহ (২৬) চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন- মর্জিনার মা আলিফজান বেগম, প্রতিবেশী নাজমা বেগম ও ইসলাম উদ্দিন। এ ছাড়া আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মুনতাহা ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল। সেখান থেকে ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায় মুনতাহা। এরপর আর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে ওই দিনই মুনতাহাকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করতে বাড়ির পাশের ডোবায় পুঁতে রাখা হয়েছিল।

মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনতাহার বাবা শামীম আহমদ। তিনি বলেন, নিখোঁজের পর থেকে আমার মেয়েটা সারা দেশের মানুষের সন্তান হয়ে গেছে। নিখোঁজের পর দেশবাসী যেভাবে তার সন্ধানে এগিয়ে এসেছে, সহযোগিতা করেছে, ভালোবেসেছে, তাতে আমার মনে হয়েছে মুনতাহা সবার সন্তান। আমার ফুলের মতো বাচ্চাটাকে কেন এভাবে হত্যা করা হলো? আমি এর সুষ্ঠু বিচার চাই।

মুনতাহার ফুফু ফাতেমা জান্নাত বলেন, কেন আমার ভাতিজিকে হত্যা করা হলো? মর্জিনা তো বাসায় এসে মুনতাহাকে পড়াত। তাকে ঘুরতে নিয়ে যেত। সে কীভাবে এ কাজ করল?

পূর্বশত্রুতা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এরকম কিছু ছিল না। পড়ানো শেষে প্রায়ই মর্জিনা কাউকে না জানিয়ে মুনতাহাকে নিয়ে বেড়াতে চলে যেত। বারবার নিষেধ করেও কাজ হয়নি। পরে মুনতাহার বাবা তাকে গৃহশিক্ষকের কাজ থেকে বাদ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে সে এ কাজ করল কিনা বুঝতে পারছি না।

পুলিশ ও মুনতাহার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ নভেম্বর মুনতাহাকে অপহরণের পর ওই দিন মাগরিবের পর মুনতাহাকে গলা টিপে হত্যা করা হয়। এরপর রাতে তাকে বাড়ির পাশের একটি ডোবায় পুঁতে রাখা হয়।

মর্জিনার কথাবার্তায় সন্দেহ দেখা দিলে গত শনিবার রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ঘটনা জানাজানি হয়ে যেতে পারে এই ভয়ে মর্জিনার মা অলিফজান রাত ৪টার দিকে ডোবা থেকে মুনতাহার মরদেহ তুলে পাশের পুকুরে ফেলে দিতে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা সেটি দেখে তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা আলিফজানের ঘরে আগুন দেয়। পরে পুলিশ এসে তাদের নিবৃত্ত করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় মুনতাহার শরীর কাদায় লেপ্টে ছিল। গলায় রশি জাতীয় কিছু পেঁচানো ছিল।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, গভীর রাতে এক নারী মুনতাহার বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহ উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সম্ভবত পুকুরে ফেলে দেওয়ার জন্য মরদেহটি তোলা হয়েছিল। তখন স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলে। আর আমরা আগে থেকে এলাকার কিছু মানুষকে বলে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য। সে অনুযায়ী লোকজন পাহারায় ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ঠিক কী কারণে মুনতাহাকে হত্যা করা হয়েছে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। গৃহশিক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় এই হত্যাকাণ্ড কিনা সেই প্রশ্ন বেশি ঘুরপাক খাচ্ছে। নিহত মুনতাহার পরিবারও এর বাইরে কোনো বিরোধের কথা মনে করতে পারছে না। একাধিক পুলিশ কর্মকর্তা বলছেন, এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে হত্যার কারণ খুব বড় কিছু বলে মনে হচ্ছে না। সম্ভবত তুচ্ছ কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে তুচ্ছ কারণেই এই হত্যার ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্ত মর্জিনা ও তার মাকে আটক করেছি। সঙ্গে আরো দুজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সিলেট জেলা পুলিশ প্রথম থেকে বাচ্চাটিকে উদ্ধারে চেষ্টা চালিয়েছে। আমাদের সব সোর্সকে কাজে লাগিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু বাচ্চাটিকে আমরা জীবিত উদ্ধার করতে পারিনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এই হত্যাকাণ্ডে একজনই প্রত্যক্ষভাবে জড়িত।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা