সংগৃহিত
অপরাধ

রাজধানীতে শিশু অপহরণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ২ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৭ মার্চ) কুমিল্লার লালমাই ও বরুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সুলতানা আক্তার ওরফে নেহা (২২), সাইফুল ইসলাম (২৭) ও শাহজাহান (৩৪)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ডিবির রমনা বিভাগের ডিসি হুমায়ুন কবির ৩ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুলতানা আক্তার ওরফে নেহা রাজধানীর বিভিন্ন এলাকায় শিশু বাচ্চা চুরি করার উদ্দেশ্যে ঘুরে বেড়ায় এবং অভিভাবক ছাড়া ছোট বাচ্চা পাওয়া মাত্রই তাদের চিপস্, আইসক্রিম ও চকলেট দিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

গত ২১ মার্চ সকালে হাজারীবাগের ঝাউচর এলাকার রিকশাচালক নুরুল ইসলাম বেরিয়ে যায়। বিকেলে মেয়ে তাবাসসুমের সঙ্গে শিশু তাওসীন বাসার সামনে খেলা করতে যায়। এ সময় তার স্ত্রী বাসায় রান্না করছিলেন। খেলা করার সময় তার শাশুড়ি লুৎফুন নাহার পাশে ছিলেন।

হঠাৎ বোরকা পরা এক নারী তাকে জিজ্ঞাসা করেন, ‘এই বাচ্চা দুটি কার। তিনি বলেন ‘নাতি-নাতনি’। তারপর ওই নারী চলে গেলে বাচ্চাদের খেলা করা অবস্থায় রেখে তার শাশুড়ি বাসায় যায়।

এই সুযোগে ওই নারী বাচ্চাদের হাতে দুটি চিপসের প্যাকেট দেয় এবং শিশু তাওসীনকে কোলে করে নিয়ে ওই নারী ঝাউচর মূল সড়কের দিকে যায়।

এ সময় অপর শিশু তাবাসসুম কেঁদে কেঁদে বাসায় গিয়ে তার মাকে জানায়, তাওসীনকে একজন মহিলা নিয়ে যাচ্ছে। এ কথা শুনে নুরুলের স্ত্রী দ্রুত বাসার বাইরে গিয়ে ছেলে ও ওই নারীকে খুঁজতে থাকেন। না পেয়ে পরে এলাকায় মাইকিং করেন। কিন্তু কোনো খোঁজ পাওয়ায় তারা হাজারীবাগ থানায় একটি মামলা করেন।

ডিবির এই কর্মকর্তা জানান, বোরকা পরা সুলতানা আক্তার ওরফে নেহা শিশুটিকে শাহজাহান নামে একজনের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। তাকে গ্রেফতারের সময় সাড়ে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম...

বিজয় দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী চট্টগ্রাম জেলায় তৎকালীন কর্মরত...

কক্সবাজারে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মনোমুগ...

বিজয় দিবসে শহীদদের প্রতি বান্দরবান জেলা পুলিশের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা