কক্সবাজারের উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণের দুল ছিনতাই করতে গিয়ে দুই বছরের এক রোহিঙ্গা শিশুর কানের লতি ছিঁড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ক্যাম্পের এম–২১ ব্লক এলাকার সড়কে এ ঘটনা ঘটে। আহত শিশুটি ২০ নম্বর ক্যাম্পের এইচ–১২১ ব্লকের বাসিন্দা আব্দুল হাফেজের মেয়ে উনায়সা বিবি।
স্থানীয় রোহিঙ্গারা জানান, উনায়সা রাস্তার ধারে খেলছিল। এসময় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ছিনতাইকারী তার কানে থাকা স্বর্ণের দুল টান মেরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শিশুটির কানের নিচের অংশ ছিঁড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, শিশুটির কানে থাকা দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে।
ঘটনা সম্পর্কে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আমারবাঙলা/এনইউআ