রাঙামাটির কাপ্তাইয়ে সীমান্ত চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংঘবদ্ধ পাচারকারী চক্রের ফেলে যাওয়া ৩৬ হাজার ২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, জব্দকৃত সিগারেটের মোট বাজারমূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। এর মধ্যে রয়েছে—
ওরিস: ৩,৫০০ প্যাকেট
ইজি লাইট: ১৫,২৩০ প্যাকেট
প্যাট্রন: ১৭,৫০০ প্যাকেট
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি–ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী পাহাড়ি পথে পালিয়ে যায়।
অভিযান প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন,সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।জব্দকৃত সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।স্থানীয়রা জানান, বিজিবির এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলছে।
আমারবাঙলা/এসএ