চট্টগ্রাম ইপিজেড থানার দক্ষিণ হালিশহর পুরাতন সাইড পাড়া কবরস্থানে গত ৮ ডিসেম্বর গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। অন্ধকারের সুযোগে দুর্বৃত্তরা কবরস্থানের গেটের তালা কেটে ভেতরে ঢুকে মাইক, সাউন্ড বক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, রাতের শেষ প্রহরে চোর চক্র পরিকল্পিতভাবে কবরস্থানে প্রবেশ করে। সকালে দায়িত্বশীলরা এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং পুরো সাউন্ড সিস্টেম উধাও পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, কবরস্থানের চারপাশে পর্যাপ্ত আলো না থাকা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগেই এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
আমারবাঙলা/এনইউআ