চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচয়ে প্রতারণার অভিযোগে সৈয়দ আহমদ শিমুল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কেওয়ালীঘাট এলাকার বাসিন্দা মো. নাসির আলীর ছেলে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার পুলিশ বিপ্লব উদ্যান এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. সোলায়মান।
ওসি জানান, বিপ্লব উদ্যানে দিল খুশ জুস বারের স্টাফ পুনম বড়ুয়ার কাছে এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন শিমুল। তার আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি যাচাই করতে চট্টগ্রাম মেট্রো এনএসআইকে খবর দেওয়া হয়। পরে এনএসআইয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে তাকে ভুয়া পরিচয় ব্যবহারকারী হিসেবে শনাক্ত করে। এরপর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার পর শিমুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমারবাঙলা/এনইউআ