ছবি: ফেনী প্রতিনিধি
সারাদেশ

সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী খুন

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লাইলী আক্তার তানিয়া (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা।

পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম তুলাতলী গ্রামের শাহাব উদ্দিনের ভাড়া বাসায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। সে সৌদি আরব প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী। তার দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের বয়স দশ বছর ও ছোট ছেলের বয়স দুই বছর চার মাস। তিনি সন্তানদের নিয়ে দুই কক্ষ বিশিষ্ট ওই সেমি পাকা ঘরে ভাড়া থাকতেন। সে চরখোন্দকার গ্রামের সৌদি আরব প্রবাসী জেবল হকের কন্যা। দুই ভাই এক বোনের মধ্যে তানিয়া ছিল তৃতীয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় ১২ বছর পূর্বে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী পিয়াসের সঙ্গে তার বিয়ে হয়। গত প্রায় এক বছর পূর্বে সোনাগাজী বাজারের একটি দোকানে স্বর্ণ কিনতে গিযে দোকান কর্মচারি মো. রনির সঙ্গে তার পরিচয় হয়। তার মুঠোফোনের নাম্বার সংগ্রহ করে এরপর থেকে তাকে প্রেমের প্রস্তাবে উত্ত্যক্ত করে আসছে রনি। বিষয়টি জানাজানি হলে দোকান মালিক পাঁচ মাস পুর্বে তাকে চাকরিচ্যুত করেন। একই সঙ্গে রনির স্ত্রী এবং তানিয়ার স্বজনদের মধ্যে কলহ দেখা দেয। এতে রনি ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তানিয়াকে হত্যার হুমকি দেয়। তার পরিবারের দাবি চরখোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে, মো. রনি ও তার সহযোগীরা তানিয়াকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছেন। তারাবির নামাজের পর রাস্তায় ছোট সন্তানকে কান্না করতে দেখতে পান স্থানীয়রা। এরপর তানিয়ার মা ও ছোট ভই নুরনবী জিসান সহ বাসায় গিয়ে সোফার ওপর তানিয়ার মরদেহ দেখতে পান। স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে তার মরদেহ মায়ের ভাড়াবাসায় নিয়ে গেলে রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তানিয়ার গলার দু'পাশে দুটি নখের আঁচড়ের দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করে গলায় থাকা স্বর্ণের চেইন, আলমারির তালা ভেঙে নগদ টাকা এবং তার ব্যবহৃত মুঠোফোনটি দুর্বৃত্তরা নিয়ে যায়। এ ঘটনায় লাইলীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে রনি সহ অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ময়না তদন্ত শেষে রোববার বিকালে স্বামীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । ঘটনার পর থেকে রনির ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা