পঞ্চগড়ের সীমান্তের দুটি পৃথক পয়েন্ট দিয়ে নারী-পুরুষসহ ১৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকা থেকে সাতজন পুরুষকে আটক করে।
অন্যদিকে, একইদিন সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্তে দায়িত্ব পালনকালে একজন পুরুষ ও নয়জন নারীকে আটক করে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।
বিজিবি জানায়, বুধবার (৩০ জুলাই) গভীর রাতে তেঁতুলিয়ার সুকানি বিওপি সীমান্ত দিয়ে বিএসএফ সাতজন পুরুষকে বাংলাদেশে পুশ ইন করে। পরে তারা ভজনপুর এলাকায় আশ্রয় নিলে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে।
একইভাবে পঞ্চগড় সদরের হারিভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে আরো ১০ জনকে পুশ ইন করা হয়, তাদেরও পরে বিজিবি হেফাজতে নেয়।
আটকরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পরে তাদের বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী কমান্ডার (২আইসি) মেজর কাজী আসিফ আহমদ জানান, আটকদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিতকরণসহ পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            