চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বসতবাড়ি থেকে বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরাখালী এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির আশপাশে মেছো বাঘের শাবকটি ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাবকটিকে উদ্ধার করে।
চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলাম জানান, উদ্ধার করা মেছো বাঘটির শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে সেটির প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে মেছো বাঘের শাবকটিকে নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হবে।
আমারবাঙলা/এনইউআ